করোনা সময়ে বিজ্ঞান মুখিতা

এই কঠিন সময়ে করোনারি আতঙ্ক আমাদের পরোক্ষ ভাবে কিছুটা নিয়মানুগ ও বিজ্ঞানমুখী করেছে। কিছু স্বাস্থ্য বিধি ,তেমন খাবার ধোঁওয়া ধুঁয়ির বিষয়ে খুব সংক্ষেপে একটু বললাম। আমি একদম নতুন।কোনো অভিজ্ঞতা নাই। তবে আমার মাথায় অনেক নূতন নূতন আনন্দ আর বিষয় আছে। আমার সাথৈ থাকুন সুপ্রিয় বন্ধুরা। আমি সব উজাড় করে দেব। নমস্কার। অসীম

জন্মদিন শুভ জন্মদিন আজ তোমার জন্মদিন

এই কঠিন নির্মম করোনারি আতঙ্ক আর সইতে পারছে না আমার লিটল ঈশ্বর ,আমাদের কুটু সোনারা।আমি করোনারি ভ্রুকুটিকে অগ্ৰাহ্য করছি।সকল কুটুসোনার মঙ্গল কামনা করছি।এটি আমার দ্বিতীয় পডকাষ্ট। ছোটদের জন্য নিয়ে আসলাম অন্য ধরনের গল্প বানানোর আসর। আমার সমালোচনা করবেন,দয়া করে। ছোটদের শুনতে দেবেন কেমন। নমস্কার।

10-28
08:19

করোনা সময়ে বিজ্ঞান মুখিতা

আমি একজন বিজ্ঞানরসিক বিজ্ঞান সেবক। এই কঠিন সময়ে আমি আপনাদের মনে একটু স্থান চাই। আপনাদের ভালো থাকার বাসায় একটু সুবাতাস বইতে দিতে চাই। আমায় একটু সুযোগ দিন। আমি একদম নতুন। কিছুই জানিনা পোডকাস্টের।আমি বলছি এই কঠিন সময়ে আমরা কিছুটা নিয়মিত ও কিছুটা বিজ্ঞান অভিমুখী হয়েছি। ফল মূল ধোঁওয়া ধুঁয়ির বিষয়ে কিছু বললাম।দয়া করে শুনুন,শুনতে বলুন। আমার সমালোচনা করুন।আমি অল্প কিছুদিনের মধ্যেই নিয়মিত হবো। আমার সাথে থাকবেন প্রিয় বন্ধুরা। নমস্কার।

10-25
05:13

Oxygen

My education is My studies are not working for the society

04-29
04:52

Recommend Channels