রক্তের শঙ্কট মেটাতে এগিয়ে এলেন মহকুমা শাসক, করলেন রক্তদান শিবিরের আয়োজন
কোভিডের জেরে দেশে দৈনিক সংক্রমণ এবং মৃত্যু একটানা বেড়ে চলেছে। সপ্তাহ দুয়েকে ধরে ক্রমাগত এই বৃদ্ধির জেরে দৈনিক সংক্রমণ ৩ লক্ষ ছাড়িয়েছে। দৈনিক মৃত্যুও পৌঁছে গিয়েছে ২৩০০-র কাছাকাছি। বৃহস্পতিবার দেশের দৈনিক সংক্রমণ প্রথমবার ৩ লক্ষের গণ্ডি টপকায়। শুক্রবার নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৩২ হাজার ৭৩০ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হলেন ১ কোটি ৬২ লক্ষ ৬৩ হাজার ৬৯৫ জন। গত ২৪ ঘণ্টা করোনা প্রাণ কেড়েছে ২ হাজার ২৬৩ জনের। অতিমারির শুরু থেকে মোট ১ লক্ষ ৮৬ হাজার ৯২০ জনের মৃত্যু হল দেশে। মোট আক্রান্তের নিরিখে বিশ্বে দ্বিতীয় এবং মোট মৃত্যুর নিরিখে এই মুহূর্তে বিশ্বে চতুর্থ স্থানে রয়েছে ভারত।