এই ক্লিপটিতে আপনি শুনতে পাবেন, মাংসের বশে না চলে কিভাবে আত্মায় চলা যায় তার ছোট একটি ক্ষুদে বার্তা। গালাতীয়দের কাছে সাধু পৌলের চিঠির একটি জায়গা, ৫ অধ্যায়, এবং রোমীয়দের কাছে লেখা সাধু পোউলের চিঠির ৬-৭-৮ এর একটি ছোট বার্তা। প্রভু যীশু আপনাদের সাহায্য করুন। প্রার্থনা করবেন এটি আমার প্রথম বার্তা, আমাকে প্রভু যীশু যেন তার কাজের জন্য ব্যাবহার করেন। আর এমন পর্ব গুলো যাতে যীশু খ্রীষ্ট বানাতে সাহায্য করেন। যীশু আপনার সহবর্তী হউন।