Claim Ownership

Author:

Subscribed: 0Played: 0
Share

Description

 Episodes
Reverse
প্রেম ট্রেম নিয়েই এই এপিসোড , স্বাভাবিক ভাবেই আমি আমার প্রেমের জ্ঞান উজাড় করে দিয়েছি এই এপিসোডে । --- Send in a voice message: https://anchor.fm/srijaner-podaboli/message
জাদু কি ঝাপ্পি , কলকাতা ডার্বি , মেট্রোজিল অনেক কিছু নিয়েই কথা হয়েছে এই এপিসোডে। --- Send in a voice message: https://anchor.fm/srijaner-podaboli/message
বাংলা , হিন্দি বা ভারতের অন্যান্য ভাষার সিনেমায় যা হয় - নায়ক নায়িকা ক্যামেরার আড়ালে চলে যায় , দুটো ফুল একে অপরকে চুমু খায়। ফুলের চুমু নিয়ে এই এপিসোড । --- Send in a voice message: https://anchor.fm/srijaner-podaboli/message
কত কথাই রাখা হয় না। সেই সব রাখা না রাখা কথা নিয়ে এই এপিসোড , প্রমিস ডে তে । --- Send in a voice message: https://anchor.fm/srijaner-podaboli/message
বর কিংবা প্রেমিক হিসাবে কে ভালো ? গুবলু গাবলু টেডি বিয়ারের মতন একজন নাকি স্লিম জিম ট্রিম !!! টেডি শপিং মলে না কিনে কেন মেলা থেকে কিনবেন ? এই সব নিয়েই মিনিট খানেকের এই আড্ডা আপনাদের সাথে । --- Send in a voice message: https://anchor.fm/srijaner-podaboli/message
চকলেট আমাদের এত ভালো লাগে কেন ? চকলেট দিলে কি উত্তরটা হ্যাঁ হওয়ার চান্স বেড়ে যায় ? --- Send in a voice message: https://anchor.fm/srijaner-podaboli/message
তোমাকে চাই এলবাম এর তোমাকে চাই নাকি এই বেশ ভালো আছি এলবাম এর এই তুমি কি আমায় ভালোবাসো ? এর মধ্যে কোনটা বেছে নেবেন প্রপোজ করার জন্য ? --- Send in a voice message: https://anchor.fm/srijaner-podaboli/message
প্রেম নিবেদন করার জন্যই গোলাপ ফুলই কেন ? কেন অন্য ফুল নয় ? এই সব নিয়েই লঘুচালের আড্ডা সৃজনের পডাবলীতে, সারা সপ্তা জুড়ে। --- Send in a voice message: https://anchor.fm/srijaner-podaboli/message
গল্পের নাম হারজিত। লিখেছেন রাজীব পাঠক । গল্প পাঠ সৃজন --- Send in a voice message: https://anchor.fm/srijaner-podaboli/message
8ই মার্চ এবার তিনটে দিন একসাথে - হোলির পাশাপাশি , আন্তর্জাতিক নারী দিবস এবং সবে বরাত। তিনটে তিন রকম ব্যাপার একসাথে একটা দিনে। সেই নিয়েই এবারের আড্ডা --- Send in a voice message: https://anchor.fm/srijaner-podaboli/message
সান্ধ্যভাষা  একদিন তোমার একটা গোটা সন্ধ্যার নাম হব আমি । আমি নেই । অথচ ছায়া হয়ে আমি .. ছেয়ে আছি আমি ।  একটা গোটা সন্ধ্যা সেদিন  শুধুই আমিময়।  কারণ আমি নেই …. ছেড়ে গেছি কোন জ্বলজ্বলে স্মৃতি নয়, কিছু স্তব্ধতা  আর কোন অচেনা সুবাস ।  গোটানো হয়ে গেছে সান্ধ্য আসর ।  তুমি তখন রাজপথে …  অতিন্দ্রীয় অনুভব 'আমি' হয়ে  পায়ে পায়ে হাঁটছি তোমার । সেই চপলমতি রাধাভিমানী মেয়েটি ততক্ষণে  লিখে রেখে গেছে ঠিকানায়  নিরুদ্দেশ তার । তোমার মুখে তখন জীবনানন্দ  ''এ পৃথিবী একবার পায় তারে ,পায় না'কো আর।'' অনুভব করলাম ক্রমশঃ তোমার পরাবাস্তবতার ভাষা  হয়ে উঠছি আমি ।  চলে যাবার পর ।  -পারমিতা- রাতের ডেস্ক  ২৬/২/২৩ --- Send in a voice message: https://anchor.fm/srijaner-podaboli/message
এক অন্য একুশে ফেব্রুয়ারির গল্প। বাঘা যতীন, রাসবিহারী বসুর সেদিনের সেই পরিকল্পনা সফল হলে দেশ অনেক আগেই স্বাধীন হত। এই আলোচনা ভিডিও ফরম্যাটে youtube.com/@srijankundu তে পাওয়া যাচ্ছে । --- Send in a voice message: https://anchor.fm/srijaner-podaboli/message
বলতে গেলে অনেক কিছুই বলা যায়, নিজের ভাষা তো। এই ভাষার জন্য কত কত মানুষ supreme sacrifice করেছেন - ঢাকা, শিলচর, পুরুলিয়া .... . তবে অতীত নয়, এই এপিসোডে আপনার সাথে কথা হয়েছে বাংলা ভাষার বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে । --- Send in a voice message: https://anchor.fm/srijaner-podaboli/message
আমরা আগুন আবিষ্কার, চাকা আবিষ্কার, মোটর গাড়ি আবিষ্কার, কম্পিউটার আবিষ্কার দেখিনি। কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালু হওয়া দেখলাম। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যাকে আমি মজা করে, ভেজাল বুদ্ধি বলি, সেটা কিন্তু বেশ কিছুদিন ধরেই buzz word . অনেকেই অনেক কিছু বলছেন এটা নিয়ে।  মানব সভ্যতা নাকি ধ্বংস হয়ে যাবে। সব চাকরি নাকি খেয়ে নেবে। কিন্তু সত্যিই কি তাই ? সেটা নিয়েই আমি সৃজন , আমার পডকাস্ট সৃজনের পডাবলীতে আড্ডা দেব আজ। এই পডকাস্ট স্পটিফাই, গুগল পডকাস্ট, apple পডকাস্ট, প্রাইম মিউজিক, জিও সাবন, গানা এরকম সবকটা লিডিং অডিও প্লাটফর্মে শোনা যাচ্ছে।  সাথে আমার ইউটিউব চ্যানেল - সৃজন কুন্ডু , সেখানেও শোনা যায়। --- Send in a voice message: https://anchor.fm/srijaner-podaboli/message
রাজীবদার নাম আগেও দু একটা এপিসোডে বলেছি। রাজীবদা, মানে রাজীব পাঠক - একডাকে বসিরহাটের সবাই এই মানুষটাকে চেনে। সেটা অনেককেই চেনে । মজার ব্যাপার হল, রাজীবদা ও বসিরহাটের সবাইকে চেনে , তবে এখন হয়ত প্রায় সবাইকে চেনে বলতে হবে। কারন এই ভদ্রলোক অনেকদিন ধরেই আমেরিকার বাসিন্দা, এখনকার দু চারজনকে না চিনলেও চিনতে পারে। এই মানুষটাকে নিয়ে এপিসোড না, করলে একটা সিরিজ করতে হবে। তবে সেটা আজ না, আজ রাজীবদার লেখা একটা গল্প পড়ে শোনাবো। প্রথমেই একটা ডিসক্লেমার - ইউটিউব স্পটিফাইতে এখন দুর্দান্ত সব অডিও স্টোরি হচ্ছে। কিন্তু এটা শ্রুতি নাটক বা অডিও স্টোরি নয়। পুরোটা আমিই পড়ব। মহিলা চরিত্রগুলোও।  চা, কফি - যেটা পছন্দ , সেটা হাতে নিয়ে বসে পড়ুন আর চোখ বন্ধ করে শুনতে থাকুন, আর ভাবুন - আমি সৃজন, আপনার সামনে বসে আজ সৃজনের পডাবলীতে আপনাকে গল্প শোনাচ্ছি। --- Send in a voice message: https://anchor.fm/srijaner-podaboli/message
আমি  নিশিদিন তােমায় ভালােবাসি, তুমি  অবসরমত বাসিয়ো। নিশিদিন হেথায় বসে আছি, তােমার  যখন মনে পড়ে আসিয়াে॥ আমি  সারানিশি তােমা-লাগিয়া রব  বিরহশয়নে জাগিয়া— তুমি  নিমেষের তরে প্রভাতে এসে  মুখপানে চেয়ে হাসিয়াে॥ তুমি  চিরদিন মধুপবনে চির-  বিকশিত বনভবনে যেয়াে  মনােমত পথ ধরিয়া তুমি  নিজ সুখস্রোতে ভাসিয়াে। যদি  তার মাঝে পড়ি আসিয়া তবে  আমিও চলিব ভাসিয়া, যদি দূরে পড়ি তাহে ক্ষতি কী— মাের  স্মৃতি মন হতে নাশিয়াে॥ --- Send in a voice message: https://anchor.fm/srijaner-podaboli/message
কলকাতা বইমেলা শুরু হয়ে গেছে , আর আমি পুরুলিয়ায় পড়ে আছি । বইমেলায় যেতে পারছি না। এবার কেবলমাত্র শেষ দু দিন যেতে পারব বইমেলায়। এবারের বইমেলায় কোথায় কি হচ্ছে, কি কিনবেন আর কি কিনবেন না সেটা নিয়ে প্রতিক্রিয়াশীল একটা লম্বা সিরিজ করেছে বা করছে ওটা শুনে তারপর এই আড্ডায় আসুন, নাহলে আজ আড্ডা জমবে না । চায়ের দোকানের আড্ডায় যেমন একজন কিছু বললে অন্যজনকে কিছু বলতেই হবে , বা ফোড়ন কাটতে হবে, এটা কিছুটা সেরকম একটা এপিসোড।  প্রতিক্রিয়াশীল এর লিংক - https://spoti.fi/3WXte2W --- Send in a voice message: https://anchor.fm/srijaner-podaboli/message
কোন খাঁটি বাঙালিকে যদি ভালোবাসার কথা জিজ্ঞেস করেন, উল্টে জিজ্ঞেস করবে- বাসা? বাসা কেন? ভালো ভেটকি হবে না ? এ হেন বাঙালির প্রেম আগে না অন্য কিছু , সেই নিয়েই সাত থেকে চোদ্দ ফেব্রুয়ারী সাত দিন সাতটা স্পেশাল এপিসোড, সৃজনের পডাবলীতে । এই ইনফোটেনমেন্ট পডকাস্টে আমি মাঝে মাঝে আড্ডা দিতে বসি, যেমন ভাবে বসিরহাটে ইছামতী নদীর ধারে বন্ধুদের সাথে আড্ডা দিতাম , যেমনভাবে সেক্টর ফাইভে টেকনো ইন্ডিয়ার সামনে কালীদা বা অভিজিতের দোকানে আড্ডা দিতাম, ঠিক সেরকম ভাবেই এখানেও আড্ডা দেই, ওয়ান টু ওয়ান। স্পটিফাই , অডিবল, apple পডকাস্ট, গুগল পডকাস্ট, জিও শাভন,গানা এরকম কোন একটা app থাকলেই ফ্রিতে যোগ দেওয়া যায় আমার আড্ডায় । আর এই স্পেশাল সাতটা এপিসোডের আগে ছাব্বিশটা এপিসোড পাবলিশ হয়ে আছে সে গুলো টুক টুক করে শুনতে থাকতে পারেন। এই স্পেশাল সেগমেন্টটা আসছে ফেব্রুয়ারির সাত তারিখ থেকে। কথা হবে ওখানে। তাহলে দেখা হবে তোমায় আমায়, প্রেমের সপ্তায় । --- Send in a voice message: https://anchor.fm/srijaner-podaboli/message
Amit Debnath has already published a book on Netaji Subhash Chandra Bose. A special discussion with Amit on Netaji and Bagha Jatin. This is my first attempt at the Guest Podcast. Enjoy part 2 and let me know your feedback. --- Send in a voice message: https://anchor.fm/srijaner-podaboli/message
Amit Debnath has already published a book on Netaji Subhash Chandra Bose. A special discussion with Amit on Netaji. This is my first attempt at the Guest Podcast. Enjoy part 1 and let me know your feedback. --- Send in a voice message: https://anchor.fm/srijaner-podaboli/message
Comments 
Download from Google Play
Download from App Store