Discoverহামদ ও নাথ | Islamic Poemsইসলামি গান | মৌলভি মোহাম্মদ সলিমুল্লাহ| যুগাভিনয়
ইসলামি গান | মৌলভি মোহাম্মদ সলিমুল্লাহ| যুগাভিনয়

ইসলামি গান | মৌলভি মোহাম্মদ সলিমুল্লাহ| যুগাভিনয়

Update: 2021-06-14
Share

Description

#mtabangla #MuslimTVBangla


Listen on YouTube | Facebook @mtabangla


https://anchor.fm/bangla-nazam


যুগাভিনয়


মৌলভি মোহাম্মদ সলিমুল্লাহ


নবযুগ মঞ্চেতে হয় সদা অভিনয়,


অবতার সাজে কেহ, কেহ দুশমন হয়।


উৎসুক থাকে সদা দর্শক সকলে,


দেখি কার জয় কেবা ধ্বংসের কবলে।


ঐ দেখ অবতার, বাঁশরীটি হাতে তাঁর,


যুগে যুগে বাজায় বাঁশী, থামাইবে সাধ্য কার?


একদল নাচে দেখ, মঞ্চের উপরে,


মাথাগুলি নীচে, আর পদগুলি উপরে।


ইহারাই নমরুদ, রাবণ আর কংশ,


শাদ্দাদ, ফেরাউন, জাহিলের বংশ।


মুখে বলে নবযুগ নাহি দিব আসিতে,


মিথ্যুক অবতার, মােরা ভবে থাকিতে।


তবু দেখ সাধুগণ, এক দুই করিয়া,


বাঁশীর মধুর তানে, অবতার মানিয়া-


চারা গাছ মত চলে, দিন দিন বাড়িয়া,


দুষ্টের দলে উঠে, হিংসায় জ্বলিয়া।


অভিযান চালনার, বিধাতাই নিল ভার,


প্রতিনিধি হয়ে শুধু কাজ করে অবতার।


এই যুগে দেখ ভাই অনুরূপ ঘটনা,


ইমাম মাহদী করে নবযুগ সূচনা।


নবযুগ মঞ্চেতে হয় সদা অভিনয়,


অবতার সাজে কেহ, কেহ দুশমন হয়।

Comments 
In Channel
00:00
00:00
x

0.5x

0.8x

1.0x

1.25x

1.5x

2.0x

3.0x

Sleep Timer

Off

End of Episode

5 Minutes

10 Minutes

15 Minutes

30 Minutes

45 Minutes

60 Minutes

120 Minutes

ইসলামি গান | মৌলভি মোহাম্মদ সলিমুল্লাহ| যুগাভিনয়

ইসলামি গান | মৌলভি মোহাম্মদ সলিমুল্লাহ| যুগাভিনয়

Bangla Nazam (বাংলা নযম)