Discoverহামদ ও নাথ | Islamic Poemsইসলামি গান | মৌলভি মোহাম্মদ সলিমুল্লাহ | জিয়ন কাঠি
ইসলামি গান | মৌলভি মোহাম্মদ সলিমুল্লাহ | জিয়ন কাঠি

ইসলামি গান | মৌলভি মোহাম্মদ সলিমুল্লাহ | জিয়ন কাঠি

Update: 2021-05-31
Share

Description

জিয়ন কাঠি


মৌলভি মোহাম্মদ সলিমুল্লাহ


দ্বীন ইসলাম আজ কান্ডারী হীন, খলিফা নাহিক তাঁর,


হিজরী সনের তের শতাব্দী ধীরে ধীরে হ'ল পার।


হানাফী, শাফেয়ী, শিয়া ও সুন্নী, মালেকী ও হাম্বলী,


নানাবিধ নামে, বাহাত্তর ভাগে, করিয়াছে দলাদলি।


নিজ নিজ দলে, খুশিতে সকলে ভুলিয়াছে সেই শান,


খাটি তৌহিদ ঝান্ডার তলে, ছিল যে মুসলমান।


কুল মােমিনীন ইসলামী দেহ, খলিফা তাহার প্রাণ,


খলিফা-বিহীন, প্রাণহীন দীন, নাহিকো তাহার মান।


মরিয়াছে দীন, পচিয়াছে দেহ, রটিয়াছে দুর্নাম,


শিয়াল শকুনী-নাছারার দল, গ্রাস করে ইসলাম।


তাইতাে করিল মুসলিমগণে, ‘খেলাফত আন্দোলন,


শিহরিয়া উঠে মুমিনের প্রাণ, থামে নাকো ক্রন্দন,


কত গেল জেলে, বাড়ী ঘর ফেলে, শৃঙ্খল হাতে পায়,


তবু খেলাফত, হ'ল না কায়েম, সবে করে “হায় হায়!


“শব-দেহ” নিয়ে করে টানাটানি, নিম-মােল্লার কুল,


মনে পড়ে যাহা বলেছেন কবি, বিদ্রোহী নজরুলঃ


“বিশ্ব যখন এগিয়ে চলেছে, আমরা তখনাে বসে,


বিবি তালাকের ফতােয়া খুঁজেছি, ফেকা ও হাদিস চষে।”


ইসলামের এই দুর্দশা দেখে, আল্লাহু রহমান,


উথলিয়া উঠে করুণা সাগর, করিলেন দয়া দান।


মসীহে মাওউদ, ইমাম মাহদী, পাঠালেন ধরাধামে,


আশৈশব যে আশেকে রসূল, ডুবে থাকে সেই নামে।


মৃতদেহ-বৎ দীন ইসলামের চারিদিকে ঘুরে ঘুরে,


নয়নের জলে ভাসিয়া মাহদী ডাকেন করুণ সুরেঃ


“তুমি নবীজীর আচলের নিধি, জিয়, জিয়, জিয় জিয়,


দীন দুনিয়ার মালিক হে প্রভু! তুমি জিয়াইয়া দিও”।


কহে রহমান, “জীয়ন কাঠিরে, অদল বদল কর,


সর্পের মত উঠিবে গর্জে, ধরিও মাথার পর।


শিয়রেতে কাঠি ‘জিন্দা মসীহ', লেখা আছে তাতে আর


‘মৃত মােহাম্মদ নামে লিখা কাঠি নীচু ভাগে আছে তার।


সাবধানে তুমি করিও বদল, শিয়রে ‘জিন্দা নবী’


‘মুর্দা মসীহ' নীচু ভাগে দিও তবে হবে নব ছবি।”


স্বয়ং খােদার, পেয়ে ফরমান বজ্রনিনাদ স্বরে,


দীনের মাহদী, জীয়ন কাঠিরে, অদল বল করে।


যেমনি বদল, হুংকারী জাগে, মৃত দেহ পায় প্রাণ,


হাজার বছর নিদ্রার পর, জাগিল মুসলমান।


ঘুম ঘাের চোখে, মারিবারে রুখে গােখুরা সাপের মত,


কুফরি ফতােয়া মাহদীর পরে, ছাড়ে কত শত শত।


লিখিয়া বারাহী' দীনের মাহদী ধরিল সাপের ঘাড়ে।


শক্তি কি তার! মারিয়া ছােবল, জীবন দাতারে মারে।


এক দুই করে চিনে ধীরে ধীরে, নবীজীর উম্মৎ,


দীনের দরদী ইমাম মাহদী, প্রকৃতই তিনি সৎ।


জাগ্রত হয়ে ছুটিল তাহারা পৃথিবীর কোণে কোণে,


ত্রিত্ববাদীর কাপে অন্তর, আজানের ধ্বনি শুনে।


মূদদেহে প্রাণ, পাইয়া উজান, চলে দীন পদে পদে,


খলিফাতুল মসীহ ও মাহদী, বসিয়াছে মসনদে।


যুগে যুগে যারা, পাইয়া ইশারা, গাহিল জাগার গান,


মান-সম্মান, দিয়া নিজ প্রাণ, বাড়ায় দীনের শান।


কহেন মাহদীঃ জাগিবে এ জাতি, হারাইও না মনােবল,


তিনশাে বছরে পূর্ণ বিকাশ, হইও না চঞ্চল।


দ্বীন ইসলাম আজ কান্ডারী হীন খলিফা নাহিকো তার


হিজরী সনের তের শতাব্দী, ধীরে ধীরে হ’ল পার।




#mtabangla #mtai #nazam

Comments 
In Channel
00:00
00:00
x

0.5x

0.8x

1.0x

1.25x

1.5x

2.0x

3.0x

Sleep Timer

Off

End of Episode

5 Minutes

10 Minutes

15 Minutes

30 Minutes

45 Minutes

60 Minutes

120 Minutes

ইসলামি গান | মৌলভি মোহাম্মদ সলিমুল্লাহ | জিয়ন কাঠি

ইসলামি গান | মৌলভি মোহাম্মদ সলিমুল্লাহ | জিয়ন কাঠি

Bangla Nazam (বাংলা নযম)