সুদানের গৃহযুদ্ধে শিশুরা নৃশংসতার শিকার, বলছে ইউনিসেফ ও এমএসফ
Update: 2025-03-13
Description
জাতিসংঘের শিশুদের কর্মসূচি, ইউনিসেফ’এর প্রধান বৃহস্পতিবার বলেন যে সুদানের গৃহযুদ্ধের মুখে সে দেশের ১ লক্ষ ৬০ হাজার শিশু দূর্ভোগের শিকার হয়েছে, অনেকেই প্রতিদিন সহিংসতা,অনাহার, ব্যাধি এবং যৌন নিপীড়নের শিকার হয়েছে।ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথেরিন রাসেল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকে বলেন, “ তাদের ঠিক দরজার সামনেই, তাদের বাড়ির আশেপাশে, তাদের স্কুল ও হাসপাতালে এবং সুদানের বহু শহর, নগর ও গ্রামে যুদ্ধ চলছে”।তিনি বলেন বিশেষ করে পাঁচ বছরের কম বয়সী শিশুরা ঝুঁকির মুখে রয়েছে । ১৩ লক্ষেরও বেশি...
Comments
In Channel