Discover
SBS Bangla - এসবিএস বাংলা
কমিউনিটি: এআইএমএ-র ষষ্ঠ জাতীয় রক্তদান কর্মসূচি: ধর্মীয় পরিসরে মানবতার সেতুবন্ধন
কমিউনিটি: এআইএমএ-র ষষ্ঠ জাতীয় রক্তদান কর্মসূচি: ধর্মীয় পরিসরে মানবতার সেতুবন্ধন
Update: 2025-12-08
Share
Description
অস্ট্রেলিয়ান ইসলামিক মেডিক্যাল অ্যাসোসিয়েশন বা AIMA আয়োজন করেছে তাদের ষষ্ঠ জাতীয় রক্তদান কর্মসূচি। এই উদ্যোগে সারা দেশের ৪০ টিরও বেশি মসজিদ থেকে রক্তদাতারা অংশগ্রহণ করেছে, আর সিডনিতে এই কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছেন ডক্টর মোহাম্মদ সাকিবুর রহমান।
Comments
In Channel




















