পরিচয় সংকটে বাংলাদেশ: বিভেদ ও ঐক্যের টানাপোড়েন
Update: 2025-06-25
Description
এই পর্বটি নেওয়া হয়েছে "কাউন্টারপয়েন্ট" নামক একটি বিশ্লেষণধর্মী অনলাইন প্ল্যাটফর্ম থেকে, যা বাংলাদেশ ও বৈশ্বিক প্রেক্ষাপটে রাজনীতি, অর্থনীতি, সমাজ ও সংস্কৃতি নিয়ে গভীর ভাষ্য উপস্থাপন করে। আমরা আলোচনা করছি মূল প্রবন্ধ "We Came Apart, Before We Could Come Together: The Root Lies in Our Identity Crisis"। এতে জাতীয় পরিচয় সংকট—বাঙালি ও মুসলিম পরিচয়ের মধ্যকার ঐতিহাসিক ও চলমান দ্বন্দ্ব—এবং তার ফলে সৃষ্ট সামাজিক ও রাজনৈতিক বিভাজনের বিশ্লেষণ তুলে ধরা হয়েছে। জুলাই বিদ্রোহের পরবর্তী বাস্তবতা এবং একটি সমন্বিত জাতীয় পরিচয়ের প্রয়োজনীয়তা এই আলোচনার কেন্দ্রবিন্দু।
Comments
In Channel


















