ভাল থাকার ঠিকানা বা সম্পর্কের পরিচর্যা - মণিজিঞ্জির সান্যাল
Update: 2022-08-07
1
Description
ভাল থাকার ঠিকানা বা সম্পর্কের পরিচর্যাঃ
আসলে আজকের দিনে মানুষের মধ্যে মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা, বন্ধুত্ব, স্নেহ মায়া মমতা সব যেন অবলুপ্তির পথে। সেগুলো যাতে হারিয়ে না যায় তার জন্যেই এই টুকরো বার্তা। আসলে প্রতিটি বিষয়কে ,প্রতিটি সম্পর্ককে যত্নে লালন করা উচিত। পারস্পরিক দোষারোপ, ভুল ত্রুটি এসবের ঊর্ধ্বে গিয়ে পারস্পরিক বোঝা পড়া, পারস্পরিক বিশ্বাস, ভরসা এসব কিছুকে যত্নে, ভালোবেসে, শ্রদ্ধায় ভরিয়ে তুলতে হবে। ভেঙে তো ফেলাই যায়, ধরে রাখাটার মধ্যেই তো জীবনের আসল সত্য। এখানেই তো জীবনের জয়গান।
- মণিজিঞ্জির সান্যাল
Comments
In Channel




















