কথোপকথন: ঋজু নাগ এবং আরিফুর রহমান
Update: 2022-07-10
1
Description
কথোপকথন
ঋজু নাগ এবং আরিফুর রহমান
ঋজু নাগ ছোটবেলা থেকেই ছবি আঁকতে শুরু করেন, তিনি একজন স্বশিক্ষিত চিত্রশিল্পী। পদার্থবিদ্যা নিয়ে কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। ছবি আঁকার পেছনে তার অনুপ্রেরণা হলো মানুষ এবং তাদের নানা আবেগ, সাথে নানা জায়গার মানুষের সাংস্কৃতিক বৈশিষ্ট। বর্তমানে তিনি তাত্ত্বিক পদার্থবিদ্যা নিয়ে গবেষণার সাথে যুক্ত, অবসরে তিনি নিয়মিত ছবি আঁকেন এবং তা সামাজিক মাধ্যমে প্রকাশ করেন।
ভবিষ্যতে তিনি আরো বেশি করে ছবি আঁকতে চান, সাথে পৃথিবীর নানা জায়গায় ঘুরে বেড়াতে চান এবং নানা জায়গার শিল্পকর্ম থেকে অনুপ্রাণিত হয়ে নিজের কাজের মধ্যে তার কিছুটা ফুটিয়ে তুলতে চান।
ভিসিট করুন https://www.samoyiki.com
Comments
In Channel




















