Mission Berlin ১০ – কানাগলিতে
Update: 2009-10-09
Description
কম্পিউটার গেম খেলোয়াড় ধাঁধাঁর উত্তর বের করে বুঝতে পারে, ১৯৬১ সালের ১৩ আগস্ট বার্লিনের প্রাচীর নির্মাণের তারিখ এবং ১৯৮৯ সালের ৯ নভেম্বর প্রাচীরটির পতনের দিন৷ কিন্তু আনা এব্যাপারে কী করতে পারে?
পাউল ও আনা বার্লিনের বড় ডিপার্টমেন্টাল স্টোর কাডেভের ভেতর লাল কাপড় পরা মহিলার কাছ থেকে লুকায়৷ সেখানে আনা তার কম্পিউটার খেলা সেভ করে৷ কম্পিউটার গেম খেলোয়াড় আনাকে বলে যে, ১৯৬১ সালের ১৩ আগস্ট এবং ১৯৮৯ সালের ৯ নভেম্বর বার্লিন প্রাচীরের নির্মাণ ও পতনের দিন৷ আনা বুঝতে পারে যে তার মিশনের ধাঁধাঁর পুরোটা জুড়েই রয়েছে বার্লিনের বিভক্তি৷
পাউল ও আনা বার্লিনের বড় ডিপার্টমেন্টাল স্টোর কাডেভের ভেতর লাল কাপড় পরা মহিলার কাছ থেকে লুকায়৷ সেখানে আনা তার কম্পিউটার খেলা সেভ করে৷ কম্পিউটার গেম খেলোয়াড় আনাকে বলে যে, ১৯৬১ সালের ১৩ আগস্ট এবং ১৯৮৯ সালের ৯ নভেম্বর বার্লিন প্রাচীরের নির্মাণ ও পতনের দিন৷ আনা বুঝতে পারে যে তার মিশনের ধাঁধাঁর পুরোটা জুড়েই রয়েছে বার্লিনের বিভক্তি৷
Comments
In Channel




