Mission Berlin ২০ – সময় থেকে সময়ে
Update: 2009-10-09
Description
আনা এখনও ধাঁধাঁর উত্তরের কাছাকাছি আসতে পারেনি৷ কোন ব্যাপারটা RATAVA বাধা দিতে চায়? ২০০৬ সালে ফিরে এসে সে কী ১৯৮৯ সালে যাবে? কিন্তু এই ভাবে সময়ে ঝাঁপ দেওয়াটা কতটা বিপজ্জনক?
আনা ২০০৬ সালে ফিরে আসার আগে পাউল আবেগভরে তাকে বিদায় জানায়৷ মিশনটা পূরণ করতে তার মাত্র ৩৫ মিনিট আছে৷ কিন্তু আনা ও তার খেলোয়াড় এখনও ধাঁধাঁর মধ্যে আছে৷ RATAVA কোন ঘটনাকে বাধা দিতে চায়? হঠাৎ করে তারা খেয়াল করে যে, সন্ত্রাসীরা প্রাচীর নির্মাণ নয় বরং প্রাচীর পতনের ব্যাপারে সম্পৃক্ত৷ খেলোয়াড় সিদ্ধান্ত নেয়, আনাকে শিগগিরই ১৯৮৯ সালে ফিরতে হবে, প্রাচীর পতনের ঘটনাটিকে কাছে থেকে দেখতে৷
আনা ২০০৬ সালে ফিরে আসার আগে পাউল আবেগভরে তাকে বিদায় জানায়৷ মিশনটা পূরণ করতে তার মাত্র ৩৫ মিনিট আছে৷ কিন্তু আনা ও তার খেলোয়াড় এখনও ধাঁধাঁর মধ্যে আছে৷ RATAVA কোন ঘটনাকে বাধা দিতে চায়? হঠাৎ করে তারা খেয়াল করে যে, সন্ত্রাসীরা প্রাচীর নির্মাণ নয় বরং প্রাচীর পতনের ব্যাপারে সম্পৃক্ত৷ খেলোয়াড় সিদ্ধান্ত নেয়, আনাকে শিগগিরই ১৯৮৯ সালে ফিরতে হবে, প্রাচীর পতনের ঘটনাটিকে কাছে থেকে দেখতে৷
Comments
In Channel




