কাঠামোগত গণহত্যা - বখতিয়ার আহমেদ
Update: 2021-02-24
Description
কাঠামোগত গণহত্যা - বখতিয়ার আহমেদ , পাঠঃ আরফান আহমেদ
লেখাটি নেয়া হয়েছে রাষ্ট্রচিন্তা ব্লগ থেকে।
"২০১২ সালের ২৪ নভেম্বর তাজরীন ফ্যাশনসে আগুন লেগে ১১৩ জন শ্রমিক নিহত হন। আহত হন অন্তত ২০০ শ্রমিক। নিহত শ্রমিকদের অনেকেরই পরিচয় নিশ্চিত হতে না পেরে তাঁদের লাশ অজ্ঞাতনামা হিসেবে জুরাইন কবরস্থানে দাফন করা হয়। তাজরীন ফ্যাশনসের এই হত্যাকাণ্ড নিয়ে লিখিত বখতিয়ার আহমেদের এই আর্টিকেলটি প্রথম প্রকাশ হয়েছিল ঘটনার পরের দিনই, ২৫ নভেম্বর ২০১২, অধুনা বিলুপ্ত অনলাইন পত্রিকা ‘উম্মোচন’-তে। এই বছর তাজরীন গার্মেন্টসের অগ্নিকান্ডের ঘটনায় আহত শ্রমিকরা ক্ষতিপূরণ, পুনর্বাসন ও সু-চিকিৎসা এই তিনদাবিতে প্রেসক্লাবের সামনে ফুটপাতে অবস্থান নিয়েছেন। রোদ-বৃষ্টি উপেক্ষা করে প্রায় দুইমাস হতে চললো তাদের এই অবস্থান কর্মসূচির। রাষ্ট্র এখনো নির্বিকার। এই পরিস্থিতিতে বখতিয়ার আহমেদ এর পুরনো লেখাটি পুনরায় প্রকাশ করা হলো। বর্তমান সংস্করণটি নেয়া হয়েছে লেখকের ফেসবুক নোট থেকে।"
Comments
In Channel

















