শারদীয় দুর্গাপূজা ২০২৫: থিমের জাদুতে সাজছে শহর কলকাতা, শেষ প্রস্তুতিতে মগ্ন কুমারটুলি
Update: 2025-09-22
Description
পুজোর বাকি আর ক দিন . কলকাতায় ইতিমধ্যে পুজোর উদ্বোধন শুরু হয়ে যাওয়ায় ভিড় এড়িয়ে প্রতিমা এবং মণ্ডপ দর্শন শুরু করে দিয়েছেন অনেকেই। বিষয় বৈচিত্রে ভরপুর পুজো প্যান্ডেল এবারো পুজোর মুখ্য আকর্ষণ। কোটি কোটি টাকা খরচে দারুন সব ভাবনা প্রতিফলিত হয় ,এই সব মণ্ডপ সজ্জায়। যাকে বলা হয় ,থিমের পুজো।
Comments
In Channel